মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

সমাজের পিছিয়ে পড়া মানুষদের মাঝে আস্থার ঈদ উপহার বিতরন

ইদ উপহার।।।।।

উচ্চবৃত্তের ঋণ আছে নিম্নবৃত্তের ত্রান, মধ্য বৃত্ত নিয়ম করে হাত ধুয়ে যান

বিশেষ প্রতিনিধি- চলমান বাস্তবতা এখন এমন যে, আমরা এখন নিদারুণ অসহায়। আজ সময় এসেছে মানুষ হয়ে মানুষের পাসে দাঁড়ানো জন্য। একটু ভিন্ন ভাবে ইদের উপহার পৌঁছে দিতে নিরালস কাজ করে চলেছে আস্থা ফাউন্ডেশন। গতকাল ও কিছু মধ্যেবৃত্তের মাঝে ইদ উপহার তুলে দিলো। সবচেয়ে বড় কথা কোন প্রকার ছবি তোলা সাড়া এই উপহার বিতরণ শেষ করলো সংগঠন টি।।

 

 

এভাবে মানবতার কল্যানে সকলকে এগিয়ে এসে বলতে হবে মানুষ মানুষের জন্য। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের দায়িত্বশীলরা। তারা বলেন প্রচার নয় মানবতাই আমাদের লক্ষ্য। মানব সেবার রাস্তায়, মোরা সবে অাস্থা,য়।।।।।

 

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষক মইনুল হোসেন, আমার দেখা বঙ্গবন্ধু অনুষ্ঠানে উপস্থাপক এ কে জামান, পরিকল্পনা কারী এম উজ্জ্বল, মোঃ আব্দুল হামিক, আব্দুল আহাদ, রোকসানা সুলতানা, সাংবাদিক শাহারিয়ার রাজ প্রমুখ।।

 

 

সমাজের পিছিয়ে পড়া মানুষদের মাঝে আস্থার ঈদ উপহার বিতরন

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com