রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন
আশিক রহমান:: আমরা সংলাপ করলাম, কিন্তু একটা পক্ষ নির্বাচন করল না তাহলে নির্বাচনের পরিণতি আগের মতোই হবে বলে মনে করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মীজানুর রহমান।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। সব দল নির্বাচনে অংশগ্রহণ করলে ভালো নির্বাচনের সম্ভাবনা বেড়ে যাবে। আর সংলাপ করতে চাইলে করতে পারে, তাতে অসুবিধা কী। তবে সংলাপ হওয়া উচিত কীভাবে বর্তমান নির্বাচনি ফ্রেমওয়ার্কে যেভাবে আছে এর মধ্যে একটি ভালো নির্বাচনের জন্য কী পরামর্শ আছে তা শোনা। কিন্তু রাষ্ট্র বা সরকার কাঠামোর মধ্যে পরিবর্তন করে কিছু করার যে কথাবার্তা হচ্ছে তার সময় ও সুযোগ এখন আর নেই। বর্তমান সংবিধানের মধ্যে কীভাবে ভালো নির্বাচন করা যেতে পারে তা নিয়ে আলোচনা করা যেতে পারে।
এক প্রশ্নের জবাবে ড. মীজানুর রহমান বলেন, সংলাপের জন্য এখন আর খুব একটা সময় আছে বলে মনে হয় না। কারণ নির্বাচনের আর খুব বেশিদিন নেই। সংলাপ সংলাপ করতে করতেই নির্বাচন সিডিউল চলে আসবে। নতুন করে সংলাপ করে কোনো লাভ হবে বলে মনে হয়।
তিনি বলেন, বহু বছর ধরে তো আমরা দেখছি, নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আলোচনা হয়েছে। এসব নিয়ে এখন আর আলোচনার সুযোগ নেই। আমি মনে করি আসন্ন নির্বাচনে সবাই অংশগ্রহণ করলে একটা ভালো নির্বাচন অনুষ্ঠান হবে। সেটা না করলে ভালো নির্বাচন হবে বলে মনে হয় না। যদি সবাই মিলে মাঠে নামেন নির্বাচন করতে তাহলে এটাই হবে সংলাপের চূড়ান্ত প্রাপ্তি। নির্বাচনি নতুন কাঠামোর কথা বিএনপি বলছে, কিন্তু কোনো কিছু তো এখন পর্যন্ত তারা বলেনি। এটা মানুষ জানেও না কী তারা চাচ্ছে।