বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন রাসেল কাজী

স্টাফ রিপোর্টার॥ ফরিদপুরের সদরপুর উপজেলায় ২০২১ সালের ২৫ আগষ্ট চরকুমারিয়া গ্রামে বাড়িতে হামলা চালিয়ে সন্ত্রাসীরা জব্বার শেখ নামে এক জন কে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, হত্যার ঘটনায় কাদের  শেখ বাদি হয়ে থানায় বিএনপি ও জামায়েত নেতাকর্মিসহ রাসেল কাজী কে আসামী করে হত্যা মামলা দায়ের করেন করেন। এক দিকে পুলিশের গ্রেপ্তারের ভয় অন্যদিকে সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন রাসেল কাজী। এলাকার চাঁদাবাজ চিহ্নিত সন্ত্রাসীদের অত্যাচার ও মিথ্যা মামলা থেকে রেহাই পেতে বিভিন্ন দপ্তরে ঘুরেও কোন বিচার পায়নি রাসেল কাজী। সন্ত্রাসীদের বিচার চেয়ে নিজ বসত বাড়ি ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছে।

এ ব্যাপারে রাসেল কাজী বলেন, আমি স্থানীয় সন্ত্রাসীদের এবং মিথ্যা মামলার গ্রেপ্তরের ভয়ে দীর্ঘ প্রায় দুই বছর ধরে নিজ গ্রামে যেতে পারছি না। তিনি আক্ষেপ করে আরো জানান, এ ব্যাপারে তিনি থানায় মামলা করতে গেলে পুলিশ তার মামলা না নিয়ে উল্টো তার বিরুদ্ধে মামলা নিয়েছেন। সন্ত্রাসী বাহিনীরা তার পরিবার কে অব্যাহত ভাবে হুমকি ও মিথ্যা মামলায় জড়ানোর পায়তারা চালাচ্ছেন। এর ফলে তিনি তার পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। সন্ত্রাসীদের ভয়ে তিনি বর্তমানে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com