শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

সদরপুরে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি হওয়ায় চরম হতাশায় সাধারণ মানুষ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ ঈদুল ফিতরকে সামনে রেখে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি হওয়ায় চরম হতাশায় সাধারণ মানুষ। ফরিদপুরের সদরপুরের বিভিন্ন হাট-বাজারে ভোজ্য তেল আমদানি কম থাকায় ১ কেজি সয়াবিন তেল ১৯০ টাকা থেকে ২শ’ টাকা লিটার মূল্যে বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সরেজমিনে গেলে দোকানীরা জানায়, গত ২-৩ সপ্তাহ যাবত কোন কোম্পানি সয়াবিন তেল রফতানি করছে না। তাই বাজারে তেলের সংকট। বেশী মূল্যে ক্রয় করে বেশী মূল্যে বিক্রি করতে হচ্ছে।

অন্যদিকে, উপজেলার হাট-বাজারে মনিটরিং ব্যবস্থা না থাকায় মজুদকারীরা মনগড়া দাম নির্ধারণ করে সাধারণ ক্রেতাদের ঠকানোর সুযোগ পাচ্ছে বলে জানান ক্রেতারা।

সদরপুর বাজারের মেসার্স আল বারাকা খাদ্য ভান্ডারসহ বিভিন্ন মুদি দোকানে কথা বলে জানা যায়, বাজারে কোন সয়াবিন তেল নেই, কোন কোম্পানি তেল দিচ্ছে না। বিভিন্ন স্থান থেকে বেশি দামে সংগ্রহ করে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ইন্দোনেশিয়া তেল রপ্তানি বন্ধ ঘোষণার পর থেকেই মুনাফা লোভীরা তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে অস্থিরতা ছড়াচ্ছে।

ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান মাহমুদ রাসেল বলেন, বিষয়টি আমরা পর্যবেক্ষণ করে ব্যবস্থা গ্রহণ করবো। দাম বৃদ্ধি করলে উপজেলার সব বাজারে অবৈধ তেল মজুদকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করবো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com