রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

সদরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস পালিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ম্যুরালে প্রশাসন পরিষদসহ বিভিন্ন দপ্তরের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলীর সভাপতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আকতার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওমর ফয়সল, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু এহসান মিয়াসহ অন্যারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com