শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
মোঃ সাব্বির হাসান, সদরপুর(ফরিদপুর)প্রতিনিধি:: ফরিদপুরের সদরপুর উপজেলা সদরের সরকারি জায়গায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা সদরের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা।
এ সময় সাথে ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন। সদরপুর ষ্টেডিয়াম মাঠের পূর্বপাশে অভিযানকালে ৫টি দোকান ঘর ভেঙ্গে উচ্ছেদ করা হয়।
এছাড়া বাজারের একটি শেড ঘরের মধ্যে স্থায়ী দোকান ঘর উচ্ছেদ করে দখলমুক্ত করেন ইউএনও। প্রায় ৩০ বছর ধরে বেদখলে ছিলো বাজারের প্রধান শেড ঘরটি।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, সরকারি জায়গায় অবৈধভাবে দোকান ঘর উঠিয়ে ব্যবসা করে আসছিল কতিপয় ব্যবসায়ী। এর আগে তাদের দোকান সড়িয়ে নিতে নোটিশ দেওয়া হলেও তারা তা কর্নপাত করেনি। একারনে উচ্ছেদ অভিযান চালিয়ে ৫টি দোকান ঘর ভেঙ্গে দেওয়া হয়। এছাড়া বাজারের একটি শেড ঘর অবৈধভাবে দখল করে রেখেছিল কতিপয় ব্যক্তি, ওই জায়গা দখলমুক্ত করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।