মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
মোঃ সাব্বির হাসান, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালীবের হয়।
র্যালীশেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে “প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখবো তাদের অধিকার” প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা তানিয়া আকতার, সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন আল রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য, উপজেলা শিক্ষা অফিসার সদানন্দ পাল, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ সাব্বির হাসান, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রতিনিধি মোঃ মামুনুর রশীদ প্রমুখ।