রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:: সদরঘাট নৌ-থানার কার্যক্রম পুরো মাত্রায় শুরু হয়েছে। যোগদান করেছেন সব পুলিশ সদস্য।
বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, মঙ্গলবার থেকে আমাদের সব অফিসার, ফোর্স যোগদান করে দায়িত্ব পালন করছেন। সদরঘাট টার্মিনাল, যাত্রী ও নৌ-পথের নিরাপত্তায় আগের চেয়ে সুচারুভাবে কাজ করবে নৌ-পুলিশ।
এদিকে বুড়িগঙ্গার নদীর বিশাল এলাকা ও সদরঘাট এরিয়া কয়েকদিন অরক্ষিত থাকার পর নৌ-পুলিশের কার্যক্রমে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
সদরঘাট টার্মিনাল ইজারাদারের প্রতিনিধি মো: নয়ন বলেন, কয়েকদিন আমরা নিরাপত্তাহীনতায় ছিলাম। নৌ-পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী কাজে যোগ দেয়ায় তাদের ধন্যবাদ জানাই।