সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন

সতীর্থদের জন্য মেসির সারপ্রাইজ, সোনার প্রলেপ দেওয়া আইফোন ১৪

স্পোর্টস ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়ক তিনি। মাঠে দলকে যেমন নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মুকুট, মাঠের বাইরেও নেতার মতোই রয়েছেন। বলা হচ্ছে লিওনেল মেসির কথা। তার নেতৃত্বে কাতার বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের শতদিন পেরিয়েছে দুদিন হলো। সতীর্থদের জন্য মেসি দিনটি রাঙিয়েছেন দারুণ এক সারপ্রাইজে।

চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা দলের সবাইকে সোনার প্রলেপ দেওয়া বিশেষ মডেলের আইফোন ১৪ মুঠোফোন উপহার দিয়েছেন মেসি। প্রত্যেকের ফোনে আলাদা আলাদা করে নাম লিখা। রয়েছে জার্সি নম্বর। পেছনে রয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো। বড় করে লিখা বিশ্ব চ্যাম্পিয়ন ২০২২। সঙ্গে তিনটি তারকা।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সব মিলিয়ে ৩৫টি বিশেষ আইফোন উপহার দিয়েছেন মেসি। খেলোয়াড়সহ কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ সবাইকে আইফোন উপহার দিয়েছেন মেসি। এই ৩৫টি আইফোনের পেছনে ২ লাখ ১০ হাজার ডলার খরচ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

তার চাহিদা মতো এসব ফোন সরবরাহ করেছে আইডিজাইন গোল্ড। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বেনজামিন লিওনস জানিয়েছেন, ২৪ ক্যারেটের গোল্ডে তৈরি বিশেষ এ আইফোনগুলো। শনিবার মেসির বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। মার্চে জাতীয় দলের প্রীতি ম্যাচ খেলার সময় সেগুলো সবার হাতে হস্তান্তর করার কথা রয়েছে মেসির।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com