বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

সড়ক নিমার্ণে অনিয়মে বাঁধা দেয়ায় প্রকৌশলীকে পেটালো ঠিকাদার

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

লালমনিরহাট প্রতিনিধি : সড়ক নিমার্ণে অনিয়মে বাঁধা দেয়ায় হাজিউজ্জামান আশিক নামে এক প্রকৌশলীকে মারধরে অভিযোগ উঠেছে সবুজ নামে এক ঠিকাদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে।

হাজিউজ্জামান আশিক হাতীবান্ধা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অফিসে সহকারী মাঠ প্রকৌশলী ও সবুজ স্থানীয় একজন ঠিকাদার ও উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি।

হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী অফিস সুত্রে জানা গেছে, ওই উপজেলার সিঙ্গিমারী ইউপি হইতে গড্ডিমারী ইউপি পর্যন্ত ৩ কিলোমিটার একটি সড়ক প্রভাতী প্রকল্পের আওতায় নিমার্ণ কাজ চলছে। যার সাব ঠিকদার হিসেবে কাজ করছে ওই স্বেচ্ছাসেবকলীগ নেতা সবুজ আর তদারকির দায়িত্বে আছেন হাজিউজ্জামান আশিক নামে ওই প্রকৌশলী।

বৃহস্পতিবার সকালে সড়ক নিমার্ণে অনিয়মের অভিযোগ তুলেন ওই প্রকৌশলী এবং সঠিকভাবে কাজ করার জন্য পরামর্শ দেন। এতে সবুজ নামে ওই স্বেচ্ছাসেবকলীগ নেতা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। হাজিউজ্জামান আশিকের অভিযোগ, এ সময় তাকে পাথরে পুতিয়ে রাখার হুমকিও দেয়া হয়। পরে তিনি উপজেলা প্রকৌশলীকে লিখিত অভিযোগ করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্বেচ্ছাসেবকলীগ নেতা সবুজ। তিনি দাবী করেন, পরিকল্পিত ভাবে হয়রানী করতে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী নজির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com