বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৩:০২ অপরাহ্ন

সখিপুরে চোখ উপড়ে ফেলার মামলা খালাসের প্রতিবাদে মানববন্ধন

সখিপুরে চোখ উপড়ে ফেলার মামলা খালাসের প্রতিবাদে মানববন্ধন

মো: নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি:: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ১৯৯২ সালের ১০ ডিসেম্বর চোখ উপড়ে ফেলার মামলা থেকে প্রধান আসামী নান্টু মালতসহ সকল আসামিকে বেকসুর খালাস দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার।

এ সময় ব্যানার, ফেস্টুন করে ভুক্তভোগী পরিবার সহ চরকুমারিয়া ইউনিয়েনের সর্বস্তরের জনগণ এর প্রতিবাদ জানান।

রবিবার (১১ মে) বিকালে মোল্লাহর হাট বাজার সংলগ্ন শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে ভুক্তভোগী পরিবার সহ চরকুমারিয়া ইউনিয়নের হাজার হাজার জনগণ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯২ সালের ১০ ডিসেম্বর আরশিনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মাদবরকান্দি গ্রামে সালিশীর নামে ডেকে সালিশীর শেষ পর্যায়ে খাবার টেবিলে বসিয়ে নান্টু বাহিনী যে লোমহর্ষক নৃশংস, নির্মম, পাষণ্ড, অমানবিক, নির্যাতন করে ভুক্তভোগী শফিকুল ইসলাম স্বপন, মেজবাহ উদ্দিন মাল, শরীফ সরদার, তোফাজ্জল মাল, শাহীন মাদবর ও জালাল উদ্দিন মাদবরের চোখ উপড়ে ফেলার ঘটনা ঘটিয়েছে। সেই মামলার বিচার যদি হয় বেকসুর খালাস, তাহলে মানবতা আজ কোথায়?

বক্তারা আরো বলেন, এই লোমহর্ষক নৃশংস ঘটনার দীর্ঘ ৩২ বছর অপেক্ষার পর ৫ মে মামলার প্রধান আসামী নান্টু মালতসহ সকল আসামী বেকসুর খালাসের প্রতিবাদে ও ন্যায় বিচারের স্বার্থে মামলা পুণরায় পর্যালোচনার দাবীতে আমাদের এ মানববন্ধন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com