শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
মো: নাসির খান (শরীয়তপুর) থেকে:: শরীয়তপুরের সখিপুরে গোপন সংবাদের ভিত্তিতে অশ্লীল-অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান চালিয়ে নারীসহ ১১জনকে আটক করেছে সখিপুর থানা পুলিশ।
শনিবার (১১ মে) দুপুরে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (১০ মে) বিকালে সখিপুর বাজারে পৃথক অভিযানে সখিপুর থানা রোডের ‘সখিপুর ফুড কর্ণার’ আতেকা ভবনের গ্রীন সিটি চাইনিজ, মোল্যা মার্কেটের আড্ডা কফি হাউজের মালিকসহ তাদের আটক করেন।
সখিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সখিপুরে বিভিন্ন ভবনের ছাদে গড়ে উঠা ‘সখিপুর ফুড কর্ণার’ আতেকা ভবনের গ্রীন সিটি চাইনিজ, মোল্যা মার্কেটের আড্ডা কফি হাউজে ব্যবসার আড়ালে ছোট ছোট রুম করে অর্থের বিনিময়ে বিভিন্ন বয়সের যুবক-যুবতী দিয়ে অশ্লীল-অসামাজিক কর্মকাণ্ড কাজ করে আসছিলেন। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে যুবক-যুবতী ও রেস্টুরেন্টের মালিককে আটক করা হয়।
আটককৃতরা হলেন- আরশিনগর ইউনিয়নের হাওলাদার কান্দি গ্রামের মৃত এনায়েত হাওলাদারের ছেলে মো. মেহেদি হাসান(২৩), একই ইউনিয়নের মৃধা কান্দি গ্রামের আমজাদ হাওলাদারের মেয়ে তমা আক্তার শীলা (১৮), আশরাফ আলী বেপারী কান্দির গ্রামের কুদ্দুস আলী ছেলে মো. ইব্রাহিম ঢালী (২৬), জসিম ঢালী কান্দি গ্রামের ঈমান হোসেন মালের মেয়ে জেসমিন আক্তার (২১), গাজীপুর চর কুমারিয়া গ্রামের মৃত বাদশা হাওলাদারের ছেলে মো. আল আমিস হাওলাদার (২৯), দক্ষিণ সখিপুর আলম চান বেপারি কান্দি গ্রামের আব্দুর রহমান বেপারির মেয়ে ইসরাত জাহান চৈতি (২২), সখিপুর মাঝী কান্দি গ্রামের সিরাজুল সরদারের ছেলে মো. জাহিদ সরদার(২৮), লতিফ গাজী কান্দি গ্রামের হাওলাদারের ছেলে মো. আল আমিন শিমুল (৩২), সখিপুর ছৈয়াল কান্দি গ্রামের আব্দুল মতিন ছৈয়ালের ছেলে মো. আবু তাজের রাকিব ছৈয়াল (২৪), আরশিনগর নূর মোহাম্মদ মাষ্টার কান্দি গ্রামের বারেক মালের ছেলে মো. মাহাবুব আলম মাল (২০), সখিপুর ইউসুফ আলী সরকার কান্দি গ্রামের ইলিয়াছ সরকারের ছেলে মো. ইমরান হোসেন সরকার (৩৩)।
সখিপুর থানার ওসি মাসুদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে সখিপুর বাজারে অভিযান চালিয়ে যুবক-যুবতী ও রেস্টুরেন্টের মালিক-স্টাফসহ ১১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিভিন্ন ধারায় মামলা দায়েরের পর শরীয়তপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।