বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের সাধারণ ও সংরক্ষিত আসনে মঙ্গলবার বিডিইআরএম এর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়ে দিনাজপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ অধিকার আন্দোলন (বিডিইআরএম)।
বক্তরা অভিযোগ করে বলেন, সরকার দেশের মানুষের উন্নয়নে নানান পদক্ষেপ গ্রহণ করেছে কিন্তু দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন আনতে হলে সংসদে এই জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকতে হবে যেন এই প্রতিনিধিরা সংসদে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর কথা তুলে ধরতে পারেন। মানববন্ধনে উল্লেখিত দাবি ছাড়া আরো ৭ দফা দাবি তুলে ধরা হয়।
মানববন্ধনে বিডিইআরএম দিনাজপুর জেলা কমিটির সভাপতি ললিত চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক আজহারুল আাজাদ জুয়েল, উপদেষ্টা পরিষদ সদস্য মাহতাবউদ্দীন আহমেদ, সদস্য বুলবুলী রানী রায় ও চন্দনা রায়, সংগঠনটির সাধারণ সম্পাদক চন্দন রবিদাস প্রমুখ।