রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নিউ জিল্যান্ড

স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: বিশ্বকাপে ইতোমধ্যে সেমিফাইনালের তিন দল নিশ্চিত হয়ে গেছে। বাকি এক দলের জায়গা দখল করার লক্ষ্য নিয়ে আসরের ৪১তম ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে নিউ জিল্যান্ড। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

আসরে প্রথম চার ম্যাচ জিতে দাঁপটের সাথে বিশ্বকাপ শুরু করেছিল নিউ জিল্যান্ড। এরপর টানা চার ম্যাচে হেরে যায় তারা। এদিকে হ্যাটট্টিক হারের পর টানা দুই ম্যাচ জিতে লড়াইয়ে ফিরেছিল শ্রীলঙ্কা। কিন্তু আবারও টানা তিন হারে সেমিতে খেলার স্বপ্ন ধুলিসাৎ হয় লঙ্কানদের।

আজকের ম্যাচে শ্রীলঙ্কার নজর সামনের দিকে। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নজর তাদের। যে আসরে বিশ্বকাপের সেরা আট দল খেলবে। বর্তমানে ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে শ্রীলঙ্কা। আজ জিতে জায়গাটা পাকা-পোক্ত করা সহ সমীকরণের হিসেবে এগিয়ে থাকতে চায় তারা।

পরিসংখ্যানের লড়াইয়ে এখন পর্যন্ত ওয়ানডেতে ১০১ বার মুখোমুখি হয়েছে নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কা। এর মধ্যে কিউইদের জয় ৫১ ম্যাচে, শ্রীলঙ্কা জিতেছে ৪১ ম্যাচ। এক ম্যাচ টাই হয়েছিল। বাকি ৮টি ম্যাচে কোনো ফলাফল আসেনি। বিশ্বকাপে ১১ বারের সাক্ষাতে জয়ের ক্ষেত্রে এগিয়ে শ্রীলঙ্কা। লঙ্কানদের ৬ জয়ের বিপরীতে নিউ জিল্যান্ডের জয় ৫ ম্যাচে।

নিউ জিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টম ল্যাথাম (উইকেটরক্ষক), টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, মহেশ থেকশানা, দুশমন্থা চামিরা, দিলশান মাদুশঙ্কা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com