শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

শ্রীলংকার বিপক্ষে ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

শ্রীলংকার বিপক্ষে ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলংকায় টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সফরে আছে। দুইটি টেস্ট ম্যাচের সিরিজের একটি শেষ হয়েছে গত পরশু। আগামী বুধবার দুই দল নামবে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে। এরই মধ্যে টেস্ট সিরিজের পর শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ।

ওয়ানডে স্কোয়াডে দীর্ঘ প্রায় ২ বছর পর ফিরেছেন মোহাম্মদ নাঈম শেখ। ১৬ সদস্যের এই দলে বড় চমক তিনিই। ২০২৩ সালের শ্রীলঙ্কা সিরিজেই শেষ ওয়ানডে খেলেছিলেন নাঈম। তবে সম্প্রতি বিপিএল আর ডিপিএলে ব্যাট থেকে রানের ফোয়ারা ছুটিয়েছেন তিনি। এ কারণেই দলে ফেরানো হয়েছে তাকে।

নাঈম ছাড়াও চোট সারিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও। আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন দলটি ঘোষণা করেন। এছাড়া এই সংস্করণে পাকাপাকিভাবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো সিরিজে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।

আগামী ২ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। পরের ম্যাচটি ৫ জুলাই। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে প্রথম দুই ম্যাচ। আর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ জুলাই, পাল্লেকেলেতে। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com