বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলার দুই আসামি নিহত হয়েছেন।
শনিবার (৬ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহি পাহার ও মৃত্তিঙ্গা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তি কমলগঞ্জের ব্যবসায়ী নাজমুল হাসান হত্যা মামলার আসামি বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন, কমলগঞ্জ উপজেলার প্রতাপী এলাকার আব্দুল আহাদ নাইছ মিয়ার ছেলে তোফায়েল মিয়া (৩৫) ও একই উপজেলার জগনশালা এলাকার মৃত মনির মিয়ার ছেলে শহীদ মিয়া (৪০)।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা বলেন, শনিবার দিবাগত রাত ২টার দিকে শ্রীমঙ্গল মাইজদী পাহাড় ও মৃতিঙ্গা চা বাগান এলাকায় র্যাবের টহলকালে ১৪-১৫ জনের একটি দুর্বৃত্ত দল তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় র্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গোলাগুলিতে র্যাবের তিন সদস্য আহত হন।
জানা গেছে, বন্দুকযুদ্ধে নিহত দুজন গত ৪ নভেম্বর কমলগঞ্জের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও রহিমপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। বন্দুকযুদ্ধে নিহত তোফায়েল ও শহীদ মিয়া এই মামলার এজাহারনামীয় ২ ও ৮ নং আসামি।
উল্লেখ্য, ব্যবসায়ী নাজমুল হাসানকে প্রকাশ্য দিবালোকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।