শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

শ্রীপুরে টিউলিপে মুগ্ধ ডাচ রাষ্ট্রদূত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ফুলচাষি দেলোয়ারের টিউলিপ বাগান ঘুরে মুগ্ধ বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত (ভারপ্রাপ্ত) পাউলা রুজ-সিনডেলার।

শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) সকালে শ্রীপুর পৌর শহরের কেওয়া পূর্বখন্ডগ্রামের ফুলচাষি দেলোয়ার হোসেনের বাহারি রঙের টিউলিপ বাগান পরিদর্শন করেন তিনি। রাষ্ট্রদূত বেশ কিছু সময় টিউলিপ বাগান ঘুরে দেখেন। বাংলাদেশে এমন একটি নান্দনিক টিউলিপের বাগান দেখে তিনি কিছুক্ষণের জন্য নিজের দেশের টিউলিপ রাজ্যে হারিয়ে যান বলে মন্তব্য করেন।

এ সময় রাষ্ট্রদূত পাউলা রুজ-সিনডেলার ফুলচাষি দেলোয়ার হোসেন এবং প্রজেক্ট ব্যবস্থাপক সেলিনা হোসেন শেলীর পরিশ্রম ও সাফল্যের প্রশংসা করেন। এ সাফল্যকে আশ্চর্যজনক বলেন তিনি।

ভবিষ্যতে আরও বড় পরিসরে টিউলিপ ফুল চাষে তার রাষ্ট্রের পক্ষ থেকে নানা সহযোগিতার ব্যাপারেও কথা বলেন। নেদারল্যান্ডস থেকে খুব সহজেই যেন বীজ আমদানি করতে পারে সে ব্যাপারেও সহায়তা করা হবে বলে আশ্বাস দেন রাষ্ট্রদূত।

তিনি তার ছোটবেলার স্মৃতিচারণ করে জানান, স্কুলে পড়ার সময় যে কাজগুলো তাকে বেশি আনন্দ দিত তা হলো টিউলিপ ফুলের বাল্ব যত্ন করে বাস্কেট করা। এখানে এসে তিনি সে সময়ের স্মৃতির সামনে পড়ে গেছেন।

রাষ্ট্রদূত আরও বলেন, এ টিউলিপ নেদারল্যান্ডস ও বাংলাদেশের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতে পারে। এ দেশে বিশেষ উৎসবের দিনগুলাতে টিউলিপ হতে পারে ভিন্ন আনন্দ। বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের বন্ধুত্বের পঞ্চাশ বছরে দুই দেশের জন্য এটা দারুণ আনন্দের ব্যাপার।

প্রজেক্ট ব্যবস্থাপক সেলিনা হোসেন শেলী বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ডাচ রাষ্ট্রদূত আমাদের বাগান পরিদর্শনে আসেন। পরে তিনি খুবই উচ্ছ্বাস প্রকাশ করেন। ঘুরে দেখেন বাগানের চারপাশ। পরে দুপুরে পারিবারিক পিঠা আয়োজনে তিনি যোগ দিয়ে আনন্দ প্রকাশ করেন। এ সময় তার সঙ্গে নেদারল্যান্ডস হাইকমিশনের আরও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএসএম মূয়ীদুল হাসান বলেন, সকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত দেলোয়ারের টিউলিপ বাগান পরিদর্শনে আসেন। এ সময় কৃষি অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক এম বশির আহমেদ ও গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম সঙ্গে ছিলেন। ডাচ রাষ্ট্রদূত নানা সহায়তার আশ্বাস দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com