শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

শ্রীপুরে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যার চেষ্টা

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে শবে বরাতের নামাজ আদায় করতে যাওয়ার সময় শিহাব হোসেন নামের এক ছাত্রলীগ কর্মীকে গুলি করা হয়েছে। গুলিটি তার বাঁ বুকে বিদ্ধ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

শুক্রবার (১৮ মার্চ) রাত পৌনে আটটার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শিহাব হোসেন (২৩) গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। শিহাব ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

শিহাবের বাবা নজরুল ইসলাম জানান, রাত পৌনে ৮টার দিকে বন্ধুদের নিয়ে শবে বরাতের নামাজ পড়তে বাড়ির পাশে মসজিদে যাচ্ছিলেন শিহাব। এ সময় কয়েক যুবক তিন-চারটি মোটরসাইকেল যোগে এসে শিহাবের গতিরোধ করে প্রথমে একটি গুলি ছুড়লে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে কাছ থেকে আরেকটি গুলি ছুড়লে সেটি শিহাবের বাঁ বুকে বিদ্ধ হয়ে বুক ভেদ করে পেছনে আটকে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, শিহাব কয়েকজনকে শনাক্ত করতে পেরেছে। তাদের নামও বলেছে। তারাই এর আগে একাধিকবার তাদের বাড়িতে হামলার ঘটনা ঘটিয়েছে। পূর্ব বিরোধের জেরেই হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com