শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগর সরকারী ডিগ্রি কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর ওয়ালি উল ইসলাম খান ও বকশী জাহাঙ্গীর আলমের স্মরণ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমাবার বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ইসলামী ব্যাংকের পরিচালক মোঃ জয়নাল আবেদিন এর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম এসএম এ খালেক।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অত্র কলেজের প্রিন্সিপাল মাহবুব সরফরাজ, শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ আলমগীর, শ্রীনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন মোদক, শ্রীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাফিজুল ইসলাম খান প্রমুখ।