শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী বাজরে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ টি দোকানঘর পুড়ে ছাই হয়েছে।
শনিবার সকাল ৭ টার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে সিরাজুল ইসলামের কনফেকশনারী ও ভ্যারাইটিজ স্টোর, শাহাবুল ইসলামের ভাতের হোটেল, হারুণ-অর-রশিদের খাঁন ট্রেডাস ঢেউটিনের দোকাণ, নরেশ মন্ডলের মিষ্টান্ন ভান্ডার পুড়ে ছাইভস্ম হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মাহফুজ রিবেন জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনা স্থানে গিয়ে প্রায় সাড়ে ৭ টায় আগুন নিয়ন্ত্রনে আনি। আগুন লাগার কারন জানতে চাইলে তিনি বলেন, রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লীক থেকে এই দূর ঘটনা ঘটে। ক্ষতির পরিমান জানতে চায়লে বলেন, এখনও তদন্ত চলতেছে। তদন্ত শেষে জানা বলা যাবে।