শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ শ্রীনগর প্রেসক্লাবের নির্বাচনে মোঃ নজরুল ইসলাম সভাপতি ও মোঃ রেজাউল করিম রয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার বিকাল ৩টায় শ্রীনগর প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি পদে মোঃ আওলাদ হোসেনকে (দৈনিক যুগান্তর) পরাজিত করে মোঃ নজরুল ইসলাম (দৈনিক সংবাদ) সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে শফিকুর রহমানকে (দৈনিক আলোকিত প্রতিদিন) পরাজিত করে মোঃ রেজাউল করিম রয়েল ( দৈনিক যায়যায়দিন) জয় লাভ করেন।
শ্রীনগর উপজেলা পরিষদের চেয়রাম্যান মোঃ মসিউর রহমান মামুন নির্বাচনে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে ফলাফল ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম খাঁন ও নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হাসান।
শ্রীনগর প্রেস ক্লাবের ২১ জন ভোটার তাদের ভোটে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। ২ পদেই জয়ী ও পরাজিত প্রার্থীদের ব্যবধান ছিল ১ ভোট। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
মোঃ নজরুল ইসলাম বিগত কমিটিতে সভাপতি ও মোঃ রেজাউল করিম রয়েলসহ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
মোঃ নজরুল ইসলাম ও রেজাউল করিম রয়েল প্রেস ক্লাবের ভোটার, সদস্য ও অন্যান্য শুভাকাংখিদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সন্ধ্যা ৬টার দিকে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আঃ বাতেন খাঁন শামীম প্রেস ক্লাবে উপস্থিত হয়ে নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান।