শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা:: শ্রীনগরে ৪ কেজি গাঁজা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত সোয়া ৭টার দিকে উপজেলার ষোলঘর জোড় দিঘিরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এসআই আপন কুমার মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। পুলিশ মাদক ব্যবসায়ী শহিদুল দেওয়ানের বাড়িতে উপস্থিত হলে শহিদুলের স্ত্রী মোসাম্মৎ শিউলী (৪৫) গাঁজার পোটলা নিয়ে দৌড় দিলে পুলিশ তাকে ধরে ফেলে। এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে শহিদুল দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
এসআই আপন কুমার মজুমদার জানান, মাদক ব্যবসায়ী শিউলীর বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।