বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ১০টি হাট ও বাজার ১ বছরের জন্য ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকায় ইজারা হয়েছে। এর মধ্যে ১৪২৯ বাংলা সনের জন্য দেউলভোগ হাটের ইজারা উঠে ৫১ লাখ ৫০ হাজার ৫শ টাকা ও শ্রীনগর বাজার ৪০ লাখ ৫০ হাজার ৫শ টাকায় ইজারা হয়েছে। বাকী হাটগুলোর মধ্যে আলামিন বাজার ৪ লাখ ৬৫ হাজার, ভাগ্যকুল বাজার ৮ লাখ ৩২ হাজার ৫শ, বাঘড়া বাজার ৫০ হাজার ৫শ, সিংপাড়া বাজার ৪ লাখ ১ হাজার ২শ, ষোলঘর বাজার ২ লাখ ৪৬ হাজার ৫শ, বিবন্দি বাজার ৫ হাজার ৮শ, কুকুটিয়া বাজার ৩৪ হাজার ১৫০, শিবরামপুর হাট ৮ লাখ ৯০ হাজার টাকায় ইজারা হয়।
বুধবার দুপুরে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে হাট-বাজার ইজারার বাছাই কমিটির সভায় দরপত্র উন্মুক্ত করে সর্বোচ্চ মূল্যের দরদাতাদেরকে ইজারা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ।