বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে কোভিট-১৯ সংক্রমন প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বিভিন্ন বিদ্যালয়ের ১২-১৮ বয়সী ছাত্র-ছাত্রীদের ফাইজারের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার সকাল ৯টায় উপজেলার হাসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে টিকাদান কার্যক্রমের উদ্ভোধন মুন্সীগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ মঞ্জুরুল আলম।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল হক (টিএসও), হাসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলাইমান খান সহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ। শ্রীনগর উপজেলায় অবস্থিত স্কুল, কলেজ ও মাদ্রাসার ৩৪টি প্রতিষ্ঠানের সর্বমোট ৩০ হাজার ১শত ৫৭ ছাত্র ও ১৬ হাজার ৯ শত ৩৪ জন ছাত্রীকে ৭টি কেন্দ্র থেকে ৮ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত টিকা দান কার্যক্রম চলবে।