শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন

শ্রীনগরে হয়রানিমূলক মামলা ও অবরুদ্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জের শ্রীনগরে হয়রানিমূলক মিথ্যা মামলা ও বাড়ির রাস্তা আটকিয়ে ৫টি পরিবারকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে এলাকাবাসীর আয়োজনে শ্রীনগর-দোহার সড়কে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মধ্য কামারগাঁও এ কর্মসূচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম খান, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, দপ্তর সম্পাদক গোবিন্দ্র চন্দ্র মোদক, ছাত্রলীগের সাবেক সভাপতি পাপ্পু সরদার, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুমন শেখ, যুবলীগ নেতা যুবায়ের হোসেন, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, সোহেলসহ ভুক্তভোগী পরিবারের সদস্যগণ ও এলাকার ২ শতাধিক নারী-পুরুষ।

ভুক্তভোগীরা বলেন, মধ্য কামারগাঁও গ্রামের মৃত আব্দুল সাত্তারের স্ত্রী রহিমা বেগম ও ছেলেরা কয়েক বছর ধরে বাড়ির রাস্তা আটকিয়ে রাখে। এতে একই বাড়ির শরীক ৫টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। রাস্তা বন্ধ থাকায় অবরুদ্ধ পরিবারগুলো পার্শ্ববর্তী খালের ওপর বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। এছাড়া রহিমা বেগম সরকারি খালের পাড় দখল করে পাকা স্থাপনা ও বেড়া দিয়ে রাখার ফলে প্রতিবেশীদের চলাচলের জায়গা বন্ধ হয়ে গেছে। সম্প্রতি এসব বিষয়ে প্রতিবাদ করায় অবরুদ্ধ পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেন রহিমা বেগমগং।

এর আগে স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমাণ্য বক্তিবর্গ একাধিকবার উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসা হলেও রহিমা বেগমগং কারও কথা রাখেননি বলে অভিযোগ করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com