সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে হযরত মোহাম্মদ (সঃ) ও আয়েশা (রাঃ) কে নিয়ে কুটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন এলাকার মুসলিম জনসাধারন।
শুক্রবার শ্রীনগর প্রেস ক্লাবের সামনে বেলা ১১ টায় স্থানীয় সচেতন মুসলিম জনসাধারণ এর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীগণ সম্প্রতি ভারতে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এবং আয়েশা (রাঃ) এর শানে কটূক্তি ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে উপযুক্ত বিচার ও শাস্তি দাবি জানান।