বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

শ্রীনগরে স্বাধীনতা দিবসে বিএনপির র‌্যালী পুলিশী বাধায় পন্ড

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে স্বাধীনতা দিবসে বিএনপির র‌্যালী পুলিশী বাধায় পন্ড হয়ে গেছে।

শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পুলিশ উপজেলার বেশ কয়েকটি স্থানে ধাওয়া দিয়ে বিএনপির র‌্যালী পন্ড করে দেয়।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রীনগর উপজেলা বিএনপির পূর্ব ঘোষনা অনুযায়ী শ্রীনগর প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় আবুল কালাম কাননের ব্যবসায়ীক কার্যালয় থেকে র‌্যালী বের করে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য জড়ো হয়। এ সময় পুলিশ শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম কাননসহ নেতাকর্মীদের ভেতরে রেখে ব্যবসায়ীক কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

র‌্যালীতে যোগ দেওয়ার জন্য উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম খানের নেতৃত্বে একটি মিছিল আসার পথে চকবাজার ব্রিজের উপর উঠলে পুলিশ তা পন্ড করে দেয়।

এছাড়া উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদীন মৃধা জেমসের নেতৃত্বাধীন আরো একটি মিছিল চকবাজার ন্যাশনাল ব্যাংকের সামনে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, উপজেলা বিএনপির বিবাদমান দুটি গ্রুপ পৃথকভাবে কর্মসূচী পালন করার চেষ্টা করে। আইনশৃংখলা পরিস্থিতির অবনতি আশংকা করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com