শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

শ্রীনগরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর চোখ তুলে নেয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নৌকার মনোনীত প্রার্থী নুরুল ইসলামে বিরুদ্ধে চোখ তুলে নেয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী আবু আলনাসের তানজিল।

মঙ্গলবার দুপুর ১২ টায় শ্রীনগর প্রেসক্লাবে মিলনায়তনে এই সংবাদ সম্মেলণের আয়োজন করেন ওই প্রার্থীর সমর্থক ভূক্তভোগী আসাদুজ্জামান ও সমর্থকবৃন্দ।

এসময় সংবাদ সম্মেলণে আসাদুজ্জামানের পক্ষে লিখিত অভিযোগ পাঠ করেন স্বতন্ত্র প্রার্থী আবু আলনাসের তানজিল। এসময় তিনি বলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান নৌকার প্রার্থী নুরুল ইসলাম সম্পর্কে আসাদুজ্জামানের আপন খালাতো ভাই হন। তিনিসহ তার ছোট ভাই রফিকুল ইসলাম, মুক্তি, সেলিম ওরফে সেলু ও নৌকার সমর্থক পোষ্টমাস্টার নুর ইসলাম আমার বাড়িতে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আসেন। আমি স্বতন্ত্র প্রার্থীর টেলিফোন প্রতীকের প্রচারণা করায় আমাকে হুমকিধমকি দিতে থাকেন। এক পর্যায়ে পোষ্টমাস্টার নুর ইসলাম পিছন থেকে আমার হাত ধরে ফেলে। নৌকার প্রার্থী নুরুল ইসলাম কলম দিয়ে আমার চোখ তুলার চেষ্টা করেন। আমি তাদেরকে ধাক্কাদিয়ে নিজের জীবন বাচাতে কোন মতে পালিয়ে আসি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানাই।

এ সময় অনুষ্ঠিত সংবাদ সম্মেলণে উপস্থিত ছিলেন টেলিফোন মার্কার সমর্থক মনির হোসেন, মো. মাসুদ, লিয়াকত, মো. আক্তার, মো.শামীম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com