বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে দীর্ঘদিন যাবত স্থায়ী সাব-রেজিস্টার না থাকায় বিপাকে পড়েছে জমি ক্রয়-বিক্রয়কারীরা। এতে করে যেমন সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব তেমনই বিপাকে পড়েছে জনসাধারণ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে শ্রীনগর সাব-রেজিস্টার অফিসে সরজমিনে গিয়ে দেখা গেছে, জমি রেজিস্ট্রি করার জন্য বসে আছে অনেকে। বেশ কয়েক জনের সাথে কথা হয়েছে।
এর মধ্যে এক জন ভুক্তভোগী ৬০ বছর বয়সী মনোয়ার মাঝির সাথে। তিনি বলেন, আমি জটিল রোগে আক্রান্ত। অপারেশন করাতে হবে। তাই জমিটি বিক্রয় করে হাত বায়না নিয়েছি। আজ জমিটি রেজিস্ট্রি হওয়ার কথা কিন্তু সাব-রেজিস্ট্রার সাহেব নেই। অপর এক মহিলা জানান, ছেলেটিকে বিদেশে পাঠানোর জন্য টাকার প্রয়োজনে আমার একটি জমি বিক্রয় করেছি, কিন্তু আজ রেজিস্ট্রি হওয়ার কথা৷ বড় স্যার আসেনি তাই বসে আছি।
সাব-রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, এ অফিসে প্রতিদিন শতাধিক জমি সম্পাদন হতো। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব পেতো কিন্তু এখন সপ্তাহে ১-২ দিন অন্য উপজেলা থেকে সাব রেজিস্টার আসে।
শ্রীনগর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ সিকদার বলেন, স্থায়ী সাব-রেজিস্টার না থাকার কারণে দলিল সম্পাদন করতে বিঘ্ন হচ্ছে। সপ্তাহে এক থেকে দুই দিন জেলার অন্য উপজেলা থেকে সাব রেজিস্টার আসলেও সময়ের অভাবে সব দলিল রেজিস্ট্রি সম্পাদন করা সম্ভব হয় না। যার ফলে আমরা দলিল লেখকরা সহ জমি ক্রেতা বিক্রেতারা পরেছি চরম বিপাকে।