বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জের শ্রীনগরে সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবীতে দলিল লেখক ও ভেন্ডার সমিতি কর্মবিরতির কারনে ভোগান্তিতে পরেছে সেবা গ্রহীতারা।
এর আগে গেল মঙ্গলবার সমিতির সভা কক্ষে জরুরি সভায় বুধবার (৬ এপ্রিল) থেকে কর্মবিরতির সিদ্ধান্ত গৃহিত হয়।
শ্রীনগর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও ভেন্ডার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি নোটিশের কপি মঙ্গলবার দুপুরে সাব-রেজিস্ট্রি অফিসের দেয়ালে ঝুলিয়ে দেওয়ার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। সমিতির সভাপতি আজাহার হোসেন সাব-রেজিস্ট্রার রেহানা বেগমের অপসারণ দাবীর বিষয়টি স্বীকার করে বলেন, ৬ এপ্রিল থেকে দলিল লেখকরা কলম বিরতি পালন করা হচ্ছে।
দলিল লেখক ও ভেন্ডার সমিতিরি সাধারণ সম্পাদক আঃ রউফ শিকদার বলেন, সাব-রেজিস্টার রেহানা বেগম আমাদের বিভিন্ন ভাবে হয়রানি করেন। দলিল রেজিস্ট্রারের সময় কিছু কাগজ কম থাকলে সে অধিক টাকা দাবি করে। সকল কাগজ পত্র ঠিক থাকলেও তিনি আমাদের কাছে টাকা দাবি করে বলেন আগে আমার টাকা পরিশোধ করেন পরে স্বাক্ষর করব। ঘুষ ছাড়া কোন কিছুই সে বোঝেন না। আমরা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক কোন বিষয়ে সুপারিশ করলে বলেন, আপিন নিজে স্বাক্ষর করেন আমি করব না।
সমিতির নেতারা আরো জানান, রেহানা বেগমের বিরুদ্ধে ঘুষ গ্রহণ,অনিয়ম ও দুর্নিতীর অভিযোগ রয়েছে। এ বিষয়ে সব-রেজিস্ট্রার রেহানা বেগমের বক্তব্য নেওয়ার জন্য তার অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। পরে তার মুঠোফোনে একধিক বার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।