শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার লাল গোলাপ কমিউনিটি সেন্টার এলকায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা ছাত্রলীগ এবং শ্রীনগর কলেজ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির। উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবির রায়হান সৈকতের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম লিমন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পাটাভোগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রমিজ উদ্দিন রেপারী, আওয়ামীলীগ নেতা সোনা মিয়া, যুবলীগ নেতা শেখ মোঃ রনি, শ্রীনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফাহিম হোসেন প্রিন্স প্রমুখ।