শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

শ্রীনগরে রাস্তার কাজের উদ্বোধন

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে একটি পাকা রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাস্তাটি উদ্বোধন করেন।

উপজেলার সাতগাও থেকে নিমতলা-চারগাও পর্যন্ত ১০ ফুট প্রশস্ত পাকা রাস্তাটি নির্মাণে ২ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যায় ধরা হয়েছে। উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্রীনগর উপজেলা বিকল্পধারার আহবায়ক ডাঃ এমএ হাকিম, বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিম হোসেন খান, উপজেলা বিকল্প ধারার সদস্য সচিব শহিদুল্লাহ কামাল ঝিল্লু, যুগ্ম আহবায়ক আলমগীর কবির, বিকল্প যুবধারার আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন সহ উপজেলা আওয়ালীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com