শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

শ্রীনগরে যুবলীগের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ২০০৫ সালের ১৭ই আগস্ট বি.এন.পি. – জামাত জোট সরকারের শাসন আমলে সংঘটিত সিরিজ বোমা হামলার এবং অপপ্রচার ও গুজবের মাধ্যমে দেশ বিরোধী অপশক্তি বি. এন. পি. ও তার দোসরদের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি ও উস্কানীর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় শ্রীনগর ডাকবাংলা এলাকায় শ্রীনগর উপজেলা যুবলীগের সভাপতি ফিরুজ আল মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজি নেছার উল্লাহ সুজনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূইয়া,সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম মালুম, সহ-সভাপতি শেখ মোঃ আলমগীর, আবুল কালাম আজাদ ডালু, শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, আলী আক্কাস মৃধা জীবন, জেলা যুবলীগের সহ সভাপতি স্বপন রায়, আলাউদ্দিন সিকদার সুমন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জহিরুল হক সিকদার নিশাদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মৃধা কামরুল, নাজমুল তালুকদার, কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম ডালু হাজী, সাধারণ সম্পাদক রঞ্জিত মল্লিক, উপজেলা যুবলীগের সদস্য সাজেদুল আলম ওপেল প্রমুখ। আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার শ্রীনগর সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীনগর ডাকবাংলা এলাকায় এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com