শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার প্রত্যুষে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোর সারে ৬ টায় নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।
পুষ্পমাল্য অর্পন করেন, উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন, উপজেলা ভাইচ চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, সংরক্ষিত মহিলা ভাইচ চেয়ারম্যান রেহানা বেগমসহ উপজেলা প্রসাশন, থানা পুলিশ, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেসক্লাব, ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠন, বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
সকাল সাড়ে ৮টায় কই উপজেলা স্টেডিয়াম মাঠে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন শেষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন পরিদর্শন করা হয় এবং মুক্তিযুদ্ধের স্থির চিত্র প্রদর্শনীসহ বীর মুক্তিযোদ্ধা-যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাৎকার এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাড়ে ৮টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন শেষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ ও পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীসহ অন্যান্যরা।
উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’ হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-০১ আসনের জাতীয় সংসদ সদস্য মাহী বি চৌধুরী।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন, সহকারী কমিশনার (ভূমি) সজিব আহমেদ , থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম , শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন, জেলা পরিষদের সদস্য এম মাহবুব উল্লাহ কিসমত, ইকবাল মাস্টার, মনিরুল ইসলাম মিটুল। ১৪ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, সোলায়মান খান, গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু, আজিজুল ইসলাম, তাজুল ইসলাম, মোঃ নাজির হোসেন, আবু আল নাসের তানজিল, কাজী মনোয়ার হোসেন শাহাদাত, মোঃ বারেক খান, রফিকুল ইসলাম বাবু, হামিদুল্লাহ খান মুন, ফজলুর রহমান, আলী আকবর, বাবুল হোসেন প্রমুখ।