শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
রেজাউল করিম রয়েলঃ শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শ্রীনগর উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচীর আয়োজন করে।
শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রত্যুষে তোপধ্বনির সাথে সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে শ্রীনগর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মাহী বি.চৌধুরী। এসময় তিনি প্যারেডে অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের সংবর্ধনা প্রদান করা হয়।
বিকাল সাড়ে ৪টার দিকে ভিডিও কনফারেন্সে উপজেলা পরিষদের বন বিথীতে মাননীয় প্রধান মন্ত্রীর সাথে শপথ নেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ¦ সেলিম আহমেদ ভূইয়া, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য এম মাহবুব উল্লাহ কিসমত, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, শ্রীনগর প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম রয়েল, সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম জিকু, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ ও স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা।
দিবসটি উপলক্ষে এম রহমান শপিং কমপ্লেক্সে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া আওয়ামী লীগ,যুব লীগ সহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে।