বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের পূজামন্ডপ পরিদর্শন

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে শ্রীনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুজাফর রিপন এবং জেলা প্রশাসকের সহধর্মিনী শাকিলা তামান্না।

শনিবার রাত ৯ টায় শ্রীনগর অনন্তদেব মন্দির, ব্রজের পাড়া মন্দির সহ বিভিন্ন মন্দিরের পূজা মন্ডপ করেন।

পরিদর্শন কালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাসুদুল আলম(সার্বিক), শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী, সহকারী কমিশনার ভূমি সাফফাত আরা সাঈদ, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহ আল তায়েবীর, ওসি তদন্ত মোঃ ওয়াহিদ পারভেজ, শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, শ্রীনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন মোদক, সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্ত সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, ছাত্রসমাজ, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

এ সময় পূজা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য সহকারে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com