বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১০:০১ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে মুক্তির উৎসব ও সুর্বণজয়ন্তী মেলার সমাপনী অনুষ্ঠান হয়েছে।
বুধবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা বনবীথি চত্বরে আয়োজিত মেলার সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে মেলায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য শিরীন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ আজিজুল ইসলাম প্রমুখ।