বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

শ্রীনগরে মাহিন্দ্রার চাপায় স্কুল ছাত্র গুরুতর আহত

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে ইটবোঝাই মাহিন্দ্রার চাপায় এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর চকবাজার ব্রীজের উপর এ ঘটনা ঘটে।

ওই স্কুল ছাত্রকে চাপা দেওয়ার পর বেপরোয়া গতিতে থাকা মাহিন্দ্রাটি নিকটস্থ আল মুসলিম কনফেকশনারী এন্ড ভ্যারাইটিজ ষ্টোরের সামনের অংশে ধাক্কা খেয়ে থেমে যায়। এ সময় ভ্যারাইটিজ ষ্টোরের সামনে থাকা আইসক্রিম ভর্তি ডিপ ফ্রিজ ও পাশের টিউবওয়েলটি ভেঙ্গে যায়। আহত স্কুল ছাত্র অর্ণবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাৎক্ষনিক শ্রীনগর থানা পুলিশ এসে চালক সহ মাহিন্দ্রাটিকে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, শ্রীনগর চকবাজার ব্রীজের উপর মাহিন্দ্রাটি অর্ণবকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। মাহিন্দ্রার চালক আল-আমিন উপজেলার শ্যামসিদ্ধি গ্রামের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ প্রহলাদ কৃষ্ণ বর্মণ বলেন, আহত ছাত্রকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, মাহিন্দ্রাটি আটক করা হয়েছে। ঘটনার তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com