বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:: শ্রীনগরে মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে ৮ মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত সিংপাড়া এলাকায় মেলায় তাদেরকে আটক করা হয়।
এসময় শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজিব আহমেদ এর মোবাইল কোর্ট ৩ মাদক ব্যবসায়ীকে ৩ মাসের ও ৫ মাদক সেবনকারীকে ৫ দিনের বিনা শ্রম কারাদন্ড প্রদান করেন।
সিংপাড়া এলাকায় চলমান মেলার মধ্যে মাদকদ্রব্য বেচাকেনা ও সেবন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ এর উপস্থিতিতে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে সিংপাড়া গ্রামের মৃত তাজউদ্দিন হাওলাদারের ছেলে মোঃ জাহাঙ্গীর (৫৭), কামারগাও গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ আকিব (৩০) ও ফুলকুচি গ্রামের এমতাজ মিয়ার ছেলে পান্নু (৪০)কে গাঁজাসহ গাঁজা সেবন করার অপরাধে মোবাইল কোর্ট তাদেরকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং কাজিপাড়া গ্রামের মৃত জসিম সর্দারের ছেলে মোঃ স্বপন (৩৫), সিরাজদিখান উপজেলার ইছাপুরার সেকান্দার হাওলাদারের ছেলে মোঃ মুন্না (২১), শাহ আলমের ছেলে বাপ্পি আলম(২২), মহিউদ্দিন শেখের ছেলে ফারহান মাহাতাব(২১), জৈনসার এলাকার আমির সর্দারের ছেলে শ্রাবন আহমেদ(২২)কে নেশাগ্রস্থ অবস্থায় জনসাধারনের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামীদেরকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় মুন্সীগঞ্জের মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা উপস্থিত ছিলেন।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ বলেন, মেলা বা ওরশের নামে শ্রীনগর উপজেলায় যে কোন মাদকের আসর বসালে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।