বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে ফসলি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে ফসলি জমি থেকে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রয় সহ ফসলী জমি ভরাট কাজে ব্যবহৃত অবৈধ ৩ টি ড্রেজারের পাইপ অপসারণ করা হয়েছে।
এসময় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন পাটওয়ারী শনিবার দূপুরে শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় তিনি বলেন, এ উপজেলায় ফসলি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।