সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় বঙ্গবন্ধু মহাসড়কে লাইসেন্স বিহীন গাড়ী চালানোর সময় হেলমেট না থাকা, গাড়ীর অতিরিক্ত গতি ও রোড পারমিড না থাকায় ১৩টি মামলা ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার উপজেলার বেজগাও ও ষোলঘর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হোসেন পাটওয়ারী। এসময় মোট ১৩টি মামলায় ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, উপজেলার বেজগাও ও ষোলঘর হাইওয়েতে মোবাইল কোর্টের অভিযানে সড়ক ও পরিবহন আইনে লাইসেন্স বিহীন গাড়ী চালানো, হেলমেট না থাকা, গাড়ীর অতিরিক্ত গতি ও রোড পারমিড না থাকায় সর্বমোট ১৩টি মামলায় ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচলানার সময় উপস্থিত ছিলেন, শ্রীনগর থানা ও হাসাড়া হাইওয়ে থানা পুলিশ সদস্যরা।