শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে সরকার ঘোষিত চলমান লকডাউনকে উপেক্ষা করে স্বাস্থ্যবিধি না মেনে ক্রয়-বিক্রয় ও চলাচল করার কারনে ভ্রাম্যমাণ আদালতে ৬টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার উপজেলার শ্রীনগর সদর বাজার ও তার আশাপাশ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেয়া দেবনাথ অর্থিক জরিমানা করেন।
এসময় বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি না মেনে ক্রয়-বিক্রয় করার অপরাধে আর্থিক জরিমান করা হয়। দেশে করোনাভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই এলাকায় অভিযান পরিচালনা করে অর্থিক জরিমানা করেন।