শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

শ্রীনগরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা অডিটোরিয়ামে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল এ মেলার উদ্বোধন করেন।

শ্রীনগর উপজেলা প্রশাসন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর ঢাকা এর উদ্যোগে মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার প্রনব কুমার ঘোষ, মহিলা ভাইসচেয়ারম্যান রেহানা বেগম, সহকরী কমিশনার ভুমি ব্যারিস্টার সজিব আহমেদ সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা।

মেলায় উপজেলার ৩টি কলেজ ও ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ের উপর নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে তাদের আবিস্কৃত উদ্ভাবন মেলায় প্রদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com