বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন

শ্রীনগরে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মো: আব্দুল হাই ও সদস্য সচিব কামরুজ্জামান রতন এ আহ্বায়ক কমিটির অনুমতি দেন।

জেলা কমিটির আহ্বায়ক মো: আব্দুল হাই ও সদস্য সচিব কামরুজ্জামান রতন এর স্বাক্ষরিত ঘোষনা পত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। নতুন এ আহ্বায়ক কমিটিকে শ্রীনগর উপজেলা বিএনপি সদ্য সাবেক সভাপতি শহিদুল ইসলাম মৃধাকে আহ্বায়ক ও উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শ্রীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম খানকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com