বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

শ্রীনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ও দুইটি বিদ্যালয়ে সুরক্ষা কর্নার স্থাপন

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জের শ্রীনগরে ৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ ও দুইটি বিদ্যালয়ে সুরক্ষা কর্নার স্থাপন ও শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।

বুধবার সকাল ১০টায় এলজি এসপি-৩ প্রকল্পের আওতায় উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ থেকে এই হুইলচেয়ার বিতরণ করা হয়। বেলা ১১টার দিকে ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজ ও কামারগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে সুরক্ষা কর্নার স্থাপন ও শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।

ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ।

এসময় উপস্থিত ছিলেন, শুভ্র প্রকাশ বিশেষ স্কুলের প্রতিষ্ঠাতা সুরাইয়া মনোয়ার, ইউপি সচিব হামিদুল হক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com