সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন

শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

মোঃ রেজাউল করমি রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার সকাল ১০ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের উপজেলার মাশুরগাঁও পুরাতন ফেরিঘাট এলাকায় একটি অজ্ঞাত প্রাইভেটকার মো. আজাদ শেখ (৪১) নামে এক আনসার সদস্যকে পিছন থেকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আজাদ মাশুরগাঁও গ্রামের আব্দুর রহমান শেখের পুত্র।

অপরদিকে, দুপুর ২ টায় শ্রীনগর চকবাজার ডাকবাংলো মোড়ে মালবাহী একটি ট্রাক যাত্রী বোঝাই অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই কিশোর নুর নবী (১৪) মারা যায়। সে একই উপজেলার ষোলঘর এলাকার নূরুল হকের পুত্র। এ সময় এলাকাবাসী আহত তুষার (১৭), রুবেল (২৫) ও জিহাদকে (১৮) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শ্রীনগর থানার এসআই মো. জাকির জানান, চালকসহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com