শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর প্রতিনিধি:: আগামী ১১ই নভেম্বর ২য় ধাপে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ষোলঘর ইউনিয়নের নৌকা প্রতিকের মনোনিত চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ের লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় ঐ ইউনিয়নের কেয়টখালী এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: শাহজালাল এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী, কাজী মাহবুব আলম রুনু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহিরুল হক সিকদার নিসাত, এ্যাডভোকেট কামরুল ইসলাম, মো: ইদ্রিস মিয়াও সোহেল রাজসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।