শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

শ্রীনগরে নৌকার প্রার্থীর প্রতিবাদ সভা

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে রাঢ়ীখাল ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার দুপুরে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়ন আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে এই প্রতিবাদসভা অনুষ্ঠতি হয়। রাঢ়ীখাল ইউনিয়ন আওয়ামীলগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ প্রতিবাদ সভা করে নৌকা প্রতিকের সমর্থকরা।

রাঢ়ীখাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল ইসলাম ঢালীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল বারেক খান বারী, সাধারণ সম্পাদক হানফি বেপারী, সাবেক সহ সভাপতি মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম মোল্লা, যুবলীগ সভাপতি উৎপল আহাম্মেদ পল, সাধারণ সম্পাদক সোহেল মুন্সী, সাবেক যুবলীগ সভাপতি শাহিন খান, সাংগঠনকি সম্পাদক আব্দুল মালেক খান, ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম মানু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জামাল বাছারসহ উপজলোর বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনরের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com