বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ৩টায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভূমি অফিসের সার্ভেয়ার লিয়ার হোসেন, মোসলেম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাষ্টার, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, যুবউন্নয়ন কর্মকর্তাসহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, মোঃ ইমাম হোসেন তালুকদার, আব্দুল হান্নান, সেলিম আহমেদ ও উত্তম কুমার সাহা প্রমুখ।
এর আগে একই স্থানে ইউএনও প্রণব কুমার ঘোষ এর সভাপতিত্বে রাজস্ব সভা অনুষ্ঠিত হয়।