শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: আমরা কন্যা শিশু, প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো। এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীনগরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২১ ইং উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় শ্রীনগর উপজেলা প্রসাশন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শ্রীনগর সরকারী সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া কক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক নুরে আলম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথীর বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা বিষয়ক কর্মকর্তা, তথ্য বিষয়ক কর্মকর্তা, কৃষি বিষয়ক কর্মকর্তা, আইটিসি কর্মকর্তা প্রমুখ।